DC VS KKR দুই দলের সম্ভাব্য একাদশ।
সুত্র-বাংলাদেশ ক্রিকেট
IPL 2022 এ আজ কলকাতা নাইট রাইডার্সের(KKR) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বিকাল চারটায়। দিল্লি ক্যাপিটালসে আসতে পারে একটি পরিবর্তন।
রোভম্যান পাওয়েলের পরিবর্তে খেলতে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
কলকাতা নাইট রাইডার্স(KKR) এর সম্ভাব্য একাদশ-
শ্রেয়াস আইয়ার(C), ভেঙ্কটেশ আইয়ার,সুনীল নারিন,আজিঙ্কা রাহানে,স্যাম বিলিংস(WC),নীতীশ রানা,আন্দ্রে রাসেল,প্যাট কমিন্স,উমেশ যাদব,রাশিখ সালাম এবং বরুন চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালস(DC) এর একাদশ-
ডেভিড ওয়ার্নার,পৃথ্বী শ,সরফরাজ,ঋষভ পান্ত(WC+C),ললিত যাদব,মার্কাস স্টয়নিস,অক্ষর প্যাটেল,কুলদীপ যাদব,শার্দুল ঠাকুর,মুস্তাফিজুর রহমান এবং আনরিচ নটজে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন