ভিডিও এনিমেশন কীভাবে বানাবেন ৩টি ভিডিও এনিমেশন বানানোর অ্যাপ

 

আমরা অনেকেই আছি যারা ফানি ভিডিও পচ্ছন্দ করি। ছোট বড় যেই হয়না কেন সকলকেই ফানি ভিডিও দেখতে অনেক ভালো লাগে। কোন কিছুকে সাজিয়ে গুছিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে এডিটিং। 

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার app গুলা আপনি  প্লে স্টোর এই পেয়ে যাবেন।






মোবাইল দিয়ে এডিটিং করার বেস্ট app হলো Kinemastar যেটা অনেকেই ভালোভাবে চেনেন। যারা বড় বড় ইউটিউবার আছে তারা বেশিরভাগই এই Kinemastar দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন।কিন্তু যখন কথা আসে এনিমেশন ভিডিও বানানোর তখন কি করবেন ? যেমন Bogurar Adda পেইজে ফানি এনিমেশন ভিডিও থাকে।


 

আমি আজকের আর্টিকেলে  ৩টি বেস্ট এনিমেশন বানানোর app নিয়ে পরিচয় করাবো।সম্পূর্ন আর্টিকেলটি পড়লে আপনি নিজে থেকেই এনিমেশন বা কার্টুন বানাতে পারবেন। তাই শেষ পর্যন্ত দেখুন:-


 

একটি সেরা এনিমেশন কার্টুন স্টোরি ভিডিও তৈরী করার সেরা সফটয়্যার হচ্ছে Plotogon Story App এখানে আপনি সম্পূর্ন ফ্রীতেই আপনার মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারবেন। app টি আপনি প্লে স্টোর সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকে  ইনস্টল করে নিবেন।

 

*এখানে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষনীয় Cartoon character

 

*charecter customization option

 

*record cartoon voice option

 

*Cartoon character expression option

 

*story,frames and location

 

Animate Free Android app

স্মার্টফোনে  বেস্ট এনিমেশন বানানোর apps গুলোর মধ্য Animate Free Android app কেও সেরা বলা যায়। Professional animators,students,game developers দের জন্য এই app টা প্রচুর কাজে লাগে। যদি আপনি নিজের থেকে কার্টুন তৈরি করতে চাচ্ছেন তাহলে এই app দিয়ে সহজেই আপনার কার্টুন এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। এখানে রয়েছে  

*Cartoon character এর জন্য Animation frames গুলা Create এবং edit করতে পারবেন।


*আপনার কার্টুন এনিমেশন বানানোর জন্য Cartoon character এর skins সিলেক্ট করতে পারবেন।


*props selection option

*creation and editing of the cubes


 

মোবাইল দিয়ে এনিমেশন ভিডিও বানানোর আরও একটি  app হচ্ছে Draw cartoons

এখানে কোনো ধরনের কোডিং এবং Technical knowledge ছাড়া এনিমেশন তৈরী করতে পারবেন।এই app এনিমেশন ভিডিও তৈরি করা থেকে সেটাকে পাবলিশ পর্যন্ত খুব সহজে করতে পারবেন।


Draw cartoons app টিতে রয়েছে

*সহজে এবং সঠিকভাবে ভিডিও তৈরীর জন্য KeyFrams


*এখানে নিজের বানানো এনিমেশন ভিডিওতে Voice and music যোগ করতে পারবেন এবং

*বিভিন্ন Character এবং Item ব্যাবহারের জন্য থাকছে Embedded library


*ভিডিও গুলো আপনি ইচ্ছামতো Formate বা export করে সেইভ করতে পারবেন





 

মন্তব্যসমূহ