জাতীয় দলে কি ডাক পাবেন এনামুল হক বিজয় ? Cricket News

জাতীয় দলে কি ডাক পাবেন এনামুল হক বিজয় ?

Cricket News

জাতীয় দলে কি ডাক পাবেন এনামুল হক বিজয় ?  Cricket News



বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটি জনপ্রিয় লিগ হলো  DPL । এই বছরে সবচেয়ে সেরা পারফর্মাররা জাতীয় দলের নজরে থাকবেন এমনটা মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

এই DPL আসরে সবচেয়ে ভালো এবং 

দুর্দান্ত ফর্মে খেলছেন এনামুল হক বিজয়।

অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে ছিলেন এনামুল হক বিজয়।এবারের DPL এ দারুন ফর্মে ওপেনার ব্যাটিং করছেন বিজয়।দেখিয়ে যাচ্ছেন তার অতুলনীয় পারফমেন্স। তার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনার হার অনেক বেশি। জাতীয় দলে টাক পেতে পারেন এমনটা মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। ২০২২ সালের DPL এ ৮ ম্যাচের ৮টি ইনিংসে গড়ে প্রায় ৬৪৩ রান করেছেন বিজয়। তারমধ্য ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি।তার ব্যাটিং স্ট্রাইকরেট প্রায় ১০০ । বিজয়ের

এই দুর্দান্ত পারফর্ম এর জন্য জাতীয় দলে ডাক পাওয়ার হার অনেক বেশী

মন্তব্যসমূহ