BAN VS SA দ্বিতীয় টেস্টে ঝড় তুললেন তাইজুল।
পোর্ট এলিজাবেথ এ
BAN VS SA দ্বিতীয় টেস্টের ১ম ইনিংসে ৪৫৩ রানে অলআউট সাউথ আফ্রিকা।
এর মধ্য ১৩৫ রানে ৬ টা উইকেট নিয়ে বাংলাদেশকে ভরসা দেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। দেশের বাইরে বলতে গেলে এটাই ছিল তার সেরা বলিং পারফমেন্স। মাঠে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করে রান কে এগিয়ে নিয়ে যেতে থাকেন মহারাজ। মারতে থাকেন একের পর এক বাউন্ডারি। তার সঙ্গে ছিলেন মুল্ডার। তাদের ৮০ রানে জুটি ভাংতে সক্ষম হন তাইজুল ইসলাম। মহারাজ নিজের মতো করে খেলে যাচ্ছিলেন। সেঞ্চুরীর লক্ষে ছিলেন মহারাজ। কিন্তু তা হতে দেননি তাইজুল ইসলাম। পরবর্তীতে সাইমন হার্মার কে আউট করে সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের সীমানা স্পর্শ করেন তাইজুল ইসলাম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন