কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় ?
how to earn money from youtube
ইউটিউব সত্যিকার অর্থে একটি অতুলনীয় জায়গা । যেখানে পৃথিবীর যেকোনো মানুষ তার আইডিয়া সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারে। আর শুধু এইটাই নয় ইউটিউব এর মধ্যমে টাকা ও উপার্জন করা যায় । আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব ইউটিউব থেকে টাকা উপার্জন করার।
আরও জানুন_
সাইটে Google Adsense Approve পাওয়ার টিপস। how to get google Adsense
Ad দেখে টাকা ইনকাম। FiftZone থেকে টাকা ইনকাম ২০২২
ফাইভার থেকে টাকা ইনকাম। Fiverr online income
~প্রথমেই আপনাকে ইউটিউবে একটা চেনেল খুলতে হবে , যদি আগে থেকে না থাকে। সব থেকে মজার বিষয় এটাতে এই যে যেকোনো বিষয় এর উপর আপনার চেনেলটি হতে পারে আপনি গান গাইতে পারেন, আপনার লাইফস্টাইল শেয়ার করতে পারেন কার্টুন তৈরি করতে পারেন এক কথায় আপনার চেনেল হতে পারে যেকোনো কিছুর উপরে। সম্পূর্নটাই আপনার উপর নির্ভর করে।
~আপনি আপনার ইউজার নেইমটি কেয়ারফুলভাবে বেছে নিন। কারণ আপনার ইউজার নেইমটি যদি বেশি জটিল হয় তাহলে লোকেরা অনেক সহজেই আপনার চেনেলটি ভুলে যাবে।
~ ইউটিউব চেনেল খুলার পর আপনাকে আপনার কন্টেন্ট এর উপর কাজ করতে হবে । আপনাকে আপনার নিজস্ব টপিক ও নিজস্ব স্টাইল খুজে বের করতে হবে যার দারা লোকেরা আপনাকে পছন্দ করবে । চেষ্টা করবেন ভিডিওটি যাতে অতো বড় না হয় আর লোকেরা যতে বিরক্তিবোধ না করে। দিন দিন আপনার কন্টেন্ট উন্নত করার চেষ্টা করুন।একটা ভালো কেমেরা, ইডিটিং সফটওয়্যার ব্যবহার করুন এবং রেগুলার ভিডিও আপলোড হবে। আপনি যদি মাসে একদিন বা দুইদিন ভিডিও পোস্ট করেন তাহলে দর্শকরা অতি সহজেই আপনার চেনেলটিকে ভুলে যাবে । সাপ্তাহে অন্তত একটা ভিডিও আপলোড করার চেষ্টা করুন। আপনার কমপক্ষে ৪০০০ ওয়াচটাইম ও ১০০০ সাবস্ক্রাইবার লাগবে ইনকাম স্টার্ট হওয়ার জন্য।
~কোমেন্ট এবং ফিডব্যাক সবগুলা পড়ার চেষ্টা করুন আপনি কোন ভুলগুলো করছেন সেটা জানার জন্য। আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয় তাহলে এখানেও আপনার এক্সট্রা প্রফিট আছে।
~আপনার যদি ৯০ দিন এর মধ্যে ১৫০০০ ওয়াচটাইম হয়ে যায় তাহলে ইউটিউব পার্টনাররা আপনাকে আরো যন্ত্রপাতি , টিপস এবং সাপর্ট দিবে এবং আপনি পুরুষ্কার ও জিততে পারেন।
~আপনি বিভিন্ন জিনিস সেল ও করতে পারেন যখন আপনার চেনেলটি জনপ্রিয় হয়ে উঠবে । অথবা আপনি মারকেটার হিসেবে অন্নদের জিনিস ও সেল করতে পারবেন।এতে আপনি কমিশন পাবেন। আমেজন এর মতো বিভিন্ন বড় বড় কম্পানি তাদের প্রডাক্ট প্রমোট করার জন্য লোক নিয়ে থাকে সেটাও একটা অসাধারণ উপায় ইউটিউব থেকে টাকা উপার্জন করার।
শুধু একটু ধৈয্য ,আত্মবিশ্বাস, ও দরকার প্রচুর চেষ্টা তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন