DXN আসলে কি? আমি কীভাবে DXN এ কাজ করতে পারব A-Z guide

 DXN আসলে কি?

DXN আসলে কি?  আমি কীভাবে DXN এ কাজ করতে পারব A-Z guide

এখানে কাজ করতে কি ইনভেস্ট করতে হয়?

আমি কীভাবে এখানে কাজ করতে পারি?

DXN আসলে কি? আমি কীভাবে DXN এ কাজ করতে পারব A-Z

অনেকের মনে এরকম প্রশ্ন থাকতেই পারে।এই আর্টিকেল এ DXN এর ব্যাপারে যতদূর পারলাম তুলে ধরলাম। তাই পুরো আর্টিকেল টা পড়লে সব বুঝে যাবেন


also read  ইনকাম করার ৫টি বেস্ট ওয়েবসাইট.১০০% পেমেন্ট পাবেন। অনলাইন ইনকাম


 মানুষ সুস্থ থাকার জন্য অর্থ ব্যয় করে। আবার সেই অর্থের জন্য স্বাস্থ্য নষ্ট করে। আর তার জন্যই জীবনের অনেকটা অর্থই স্বাস্থ্যের জন্য নষ্ট হয়ে যায়। কেননা আমরা দৈনন্দিন যে কাজ করি সেগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অনেকটাই পরিশ্রম।

তাই আমি বলি যে যে কাজ করে বা ব্যবসা করুক না কেন তার পাশাপাশি DXN  ব্যবসা করুন জীবনে সফলতা ফিরিয়ে আনুন। কারন DXN বিজনেসে আছে:---

গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরলাম-


বিনা পুজিতে ঝুঁকিহীন ব্যবসা করার সুযোগ

হালাল ভাবে অর্থ উপার্জনের সুযোগ

সময় এর সুষ্ঠু ব্যবহার

নিজের উপস্থিতি না থাকা সত্বেও অর্থ উপার্জনের   

   সুযোগ

স্বপ্ন পূরণ

অপরকে জয়ী করেই নিজে জয়ী হওয়া

স্বল্প মূল্যে উচ্চ মানের পণ্য ব্যবহারের সুযোগ

নিজেকে সম্মানিত করা

ব্যবসায়িক স্বাধীনতা লাভের সুযোগ

আন্তর্জাতিক ব্যবসায়িক মর্যাদা লাভ

সুস্বাস্থ্য লাভ

মানব সেবা করার সুযোগ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক নিরাপত্তা

বিশ্ব ভ্রমণের সুযোগ



বিস্তারিত 

বিনা পুজিতে ঝুকিহীন ব্যবসা করার সুযোগঃ

DXN- ব্যবসা করার জন্য কোন পুঁজির প্রয়োজন                

হয় না। তাই এখানে কোন ঝুঁকি নেই।

হালাল ভাবে অর্থ উপার্জনের সুযোগঃ

অর্থ উপার্জনের পৃথিবীতে অনেক উপায় রয়েছেকিন্তু সে উপার্জিত অর্থটি হালাল পথে হতে হবেহারাম পথে নয়। যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ প্রোডাক্টগুলো ন্যাচারাল। তাই আপনি প্রোডাক্ট সেল করার মাধ্যমে অর্থ উপার্জন করছেন যেখানে আপনার সময় শ্রম দুটোই দিতে হয়েছে তাই এই ব্যবসাটি সম্পূর্ণ হালাল।

সময় এর সুষ্ঠু ব্যবহারঃ

সময় কারো জন্য বসে থাকে না। প্রত্যেকটা মানুষের জন্যই একটা দিনে 24 ঘন্টা সময় এর বেশি কোন মানুষই পায় না। আর এই সময় গুলো আমরা কেউ কাজে লাগাই আবার কেউ অবসর সময় টুকু চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে শেষ করে দেই। আর DXN এসময় টুকু শুধু ইনভেস্ট করে আপনি জীবনে সাফল্য আনতে পারেন।

নিজের উপস্থিতি না থাকা সত্বেও অর্থ উপার্জনের সুযোগঃ

DXN যেহেতু একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং ব্যবসা আর তাই মার্কেটিং তো আপনি আর একা করতে চাইবেন না অবশ্যই আপনি কাউকে সাথে নিয়ে মার্কেটিং ব্যবসা করবেনহয়তোবা তারা একেক জন একেক দেশে। আর তাই আপনি যদি বসে থাকেন তারা তো কোম্পানির প্রোডাক্ট গুলো বিক্রি করবেতারা তো আর বসে থাকবে না। তাই তাদের এই বিকৃত অর্থের উপর আপনি একটা নির্দিষ্ট কমিশন পেতে থাকবেন যা আপনার আইডি কার্ডে জমা হতে থাকবে। তাই এখানে আপনি বসে থেকে অর্থ উপার্জন করার একটি সুযোগ রয়েছে।

স্বপ্ন পূরণঃ

আমরা তো অনেকেই স্বপ্ন দেখি কিন্তু সবার স্বপ্ন তো আর পূর্ণ হয়নাঅপূর্ণ রয়ে যায়। স্বপ্ন তারটাই পূরণ হয় যে স্বপ্ন দেখার জন্য কাজ করে। ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করা যাবে না। তার জন্য চাই সময় এর সুষ্ঠু ব্যবহার এবং শ্রম। আর আমাদের DXN আপনাকে সে স্বপ্ন দেখায় যে স্বপ্নটা আপনি পূর্ণ করতে পারবেন।

অপরকে জয়ী করেই নিজে জয়ী হওয়াঃ

DXN যেহেতু একটি মার্কেটিং ব্যবসা তাই অন্যকে সাথে   নিয়ে কাজ করবেন। আর তাই অন্যদের সফলতার মাঝে আপনার সফলতা খুঁজে পাবেন।

)স্বল্প মূল্যে উচ্চ মানের পণ্য ব্যবহারের সুযোগঃ

DXN এর পণ্যগুলো উৎপাদন করে সরাসরি ক্রেতার কাছে বন্টন করে দেওয়া হয় আমাদের মাধ্যমে। এর জন্যই কোম্পানির প্রোডাক্টগুলো মানসম্মত এবং তুলনামূলক স্বল্প মূল্যে পাওয়া যায়।

নিজেকে সম্মানিত করাঃ

 DXN যেহেতু একটি মার্কেটিং ব্যবসা যে ব্যবসা আপনি নিজে পরিচালনা করতে পারছেন। তার মানে  ব্যবসার প্রতিনিধিত্ব আপনি নিজেই করতে পারছেন। তাই আপনি আপনার নিজের সম্মান নিজে প্রতিষ্ঠিত করতে পারছেন এই ব্যবসার মাধ্যমে।

ব্যাবসায়িক স্বাধীনতা লাভের সুযোগঃ

আপনি যদি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন সেখানে আপনি মন চাইলেও স্বাধীনতা পাবেন না। DXN এমন একটি ব্যবসা যেখানে আপনি যদি কিছুদিন ঘুরেও আসেন। আপনার ব্যবসা পরিচালনা করার জন্য আপনার নিচে অনেকই থাকবে যারা আপনার ব্যবসা টাকে এগিয়ে নিয়ে যাবে। কেননা এখানে তো সবারই লাভ। তাই এখানে আপনি পূর্ণ স্বাধীনতা পাবেন।

১০আন্তর্জাতিক ব্যবসায়িক মর্যাদা লাভঃ

এটি একটি আন্তর্জাতিক ব্যবসা। কেননা 190 টি দেশে 15000 বেশি ব্রাঞ্চ নিয়ে কাজ করছে  প্রতিষ্ঠান। আর তাই আপনি আপনার আইডি কার্ড দিয়ে বিশ্বের যে কোন প্রান্তে বসে  ব্যবসা চালিয়ে যেতে পারেন।

১১সুস্বাস্থ্য লাভঃ

জীবনে সফল হতে হলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে। আর তাই আমাদের DXN বলেআগে নিজে সুস্থ থাকুন তারপরে কাজ করুন। কেননা আমাদের DXN এর পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে আপনি নিজেই সুস্বাস্থ্য লাভ করতে পারছেন।

১২মানব সেবা করার সুযোগঃ

DXN পণ্য গুলো যেহেতু স্বাস্থ্যসম্মততাই  পণ্যগুলো আপনি বিক্রি করার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করতে পারেন। তাই এটি একটি মানব সেবা মূলক কাজ  বলা যেতে পারে। কেননা যে পণ্য ব্যবহারের মাধ্যমে মানুষ সুস্বাস্থ্য লাভ করে এবং সুস্থ থাকতে পারে সেটাই হলো মানব সেবা।

১৩ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক নিরাপত্তাঃ

আপনি যে কাজ যে ব্যবসাই করেন না কেন তা আপনার অনুপস্থিতে আপনার পরিবারকে কতটা আর্থিক নিরাপত্তা দিবে তা কী কখনো একবার ভেবে দেখেছেনএকটাবার ভেবে দেখুনপরিবারের জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করে রাখুন। Dxn আপনাকে সে নিরাপত্তা প্রদান করছে। কেননা আপনি যখন না থাকবেন আপনার নিচে যারা থাকবে তারা তো কাজ করবে আর তাদের কাছ থেকে যে মুনাফা পাবেন সেটা আপনার পরিবারকে দেওয়া হবে আপনার আইডি কার্ডের মাধ্যমে। এই অর্থ আপনার তিন প্রজন্ম পর্যন্ত পাবে আপনি আপনার ছেলে সন্তান এবং তার প্রজন্ম।

১৪বিশ্ব ভ্রমণের সুযোগঃ

দুনিয়াকে ঘুরে দেখতে কার না ভালো লাগে। কিন্তু  দুনিয়াকে ঘুরে দেখার জন্য চাই:-

-সময়,

অর্থ

-স্বাধীনতা

DXN এমন একটি ব্যবসা যেখানে আপনি অর্থ উপার্জন করতে পারবেন স্বাধীনতা পাবেন এবং বিশ্বকে ঘুরে দেখতে পারবেন তাও আবার কোম্পানির খরচে।

মন্তব্যসমূহ