ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়। ঘরোয়া টিপস

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়: 


আরও জানুন


     লম্বা হওয়ার উপায় ও ব্যয়াম। breathing exercise


     পেটের চর্বি কী এবং কমানোর উপায় ? pet er chorbi komanor upai




জন্মগতভাবে আমাদের সকলের গায়ের রং কিন্তু ফর্সা নয়। আমাদের অনেকের গায়ের রং ফর্সা, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা কিংবা কালো বিভিন্ন রকমের। একজন যেমন নিজের শরীরের ফর্সা রং নিয়ে গর্ববোধ করে তেমনি অন্যজন আবার নিজের গায়ের শ্যামলা বা কালো রঙ নিয়ে হতাশ ও থাকে ।


ফর্সা হওয়ার জন্য মানুষের যেন এক অদম্য প্রচেষ্টা আর তাইতো মানুষ প্রতিনিয়ত ফর্সা হওয়ার বিভিন্ন ক্রিম, লোশন কিংবা ইনজেকশনও ব্যবহার করে থাকে। যাদের আবার একটু আর্থিক অবস্থা ভালো তারা দারস্থ হয় প্লাস্টিক সার্জারির। তাছাড়াও একটা কমন সমস্যা সকলেই মুখোমুখি হয় তা হলো ধূলাবালি কিংবা ময়লার কারনে মুখের ত্বক রং কালো হয়ে যাওয়া।


যেকোন জিনিসকে ভালো রাখতে হলে যেমন যত্নের বিকল্প নেই তেমনি ত্বকের রং ফর্সা করতে হলে নিতে হবে ত্বকের যত্ন। অন্যথায় গায়ের ত্বকের আসল রঙ হারিয়ে যাবে। ফর্সা হওয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন ক্রিম কিংবা লোশনে ক্যামিকেল কিংবা অন্য ক্ষতিকর বস্তুর উপস্থিত থাকার কারনে তা ব্যবহার করে ত্বকের সৌন্দর্য যেমন নষ্ট হয় তেমনি ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টিও হয়।


তবে আমরা চাইলেই ত্বক ফর্সাকারী এধরনের ক্রিম কিংবা লোশনে এর বদলে ঘরে তৈরী ফেইস প্যাক ব্যবহার করতে পারি ত্বক ফর্সা করার জন্য। হোম মেইড ফেইস প্যাক এর মাধ্যমে আপনারা ঘরে বসে ত্বকের যত্ন নিতে পারেন যা আপনাদের সময় ও টাকা দু’টিই বাঁচাবে। আমাদের আজকের আর্টিকেল এ আমরা জেনে নিব কিছু হোম মেইড ফেইস প্যাক তৈরীর পদ্ধতি যেগুলো আমাদের ত্বক উজ্জ্বল ও টান টান করার পাশাপাশি করে তুলবে ফর্সা। আসুন জেনে নেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় সম্পর্কে যেগুলো আমি নিজে ব্যবহার করি।


বেসন ও লেবু - বেসন ও লেবু দিয়ে রুপচর্চা করলে ত্বক উজ্জল হবে এতে এর জন্য বেসন ও লেবু দিয়ে পেস্ট বানিয়ে সাপ্তায় ৩ দিন রা ব্যবহার করতে হবে ।


মুলতানি মাটি - মুলতানি মাটি ত্বকের অত্যন্ত উপকারী । এটি ত্বকের ময়লা দূর করবে ও ত্বককে উজ্জ্বল করবে । এটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে মুলতানি মাটি নিয়ে তার মধ্যে দুধ অথবা মধু নিয়ে পেস্ট বানিয়ে একদিন পর পর ব্যবহার করুন ।


এলভেরা জেল - প্রতিদিন সকালে এলভেরা জেল এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে দিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ।


কফি - মুখের উজ্জ্বলতার জ্ন্য কফি একটি ভালো সমাধান কফির সাথে একটু এলভেরা জেল লেবুর রস ও চিনি মিশিয়ে স্কার্ব করুন এতে ইন্সটেন্স মুখে গ্লো আসবে 


এগুলা ছিলো ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অতি কার্যকরী  কিছু রেমিডি ।

মন্তব্যসমূহ