নিজে নিজে apps বানিয়ে টাকা ইনকাম করুন একদম ফ্রী তে ২০২২

আসসালামু আলাইকুম । আশা করি সবাই উপরওয়ালার কৃপায় ভালো আছেন।আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম।



অনলাইনে প্রচুর এপস আছে যেগুলা আপনাকে কাজ করিয়ে শেষে দেখা যায় আর পেমেন্ট দেয়না।তখন কেমনটা লাগে? জিবনে ১মিনিটেরও অনেক দাম আছে।কিন্তু আপনি ফালতু এপসে টাইম শেষ করে লাভ আছে? যে কিনা কাজ করিয়ে আবার টাকা দেয়না। আজ আমি আপনাদের সাথে একটা সাইট শেয়ার করছি যেটা থেকে আপনি নিজে থেকেই একটা এপস বানিয়ে তারপর মনিটাইজেসন করে টাকা আয় করতে পারবেন ।তাও আবার কোনো কোর্স ছাড়া এবং খুব সহজেই। অন্যান্য এপসে আপনাকে কাজ করে তার পারিশ্রামিক দায় কিন্তু নিজেই এপস তৈরী করলে আপনাকে অতটা কাজ করাই লাগবেনা।আরামে বসে বসে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন।








এবং একটা কথা হলো যে আপনাকে অবশ্যয় ধৈর্যশীল হতে হবে নাহলে জিবনে কোনো উন্নতি করতে পারবেন না।ধৈর্য থাকলে ঠিকই একদিন সাকসেসফুল হবেন।



আমার শেয়ার করা সাইটটার নাম হলো appsgeyser এখানে এপস বানানোর জন্য আপনার তেমনটা পরিশ্রম করা লাগবেনা। এই সাইটে আপনি সম্পূর্ন ফ্রী তে যত ইচ্ছা তত এপ তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েবসাইট লিংক-



click here

প্রথমে লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে।তারপর সেখানে আপনি আপনার ইমেইল দিয়ে একটা একাউন্ট করে নিবেন।

তারপর মেনু তে দেখুন Create app লেখা আছে সেখানে ক্লিক করুন।তারপর একটা এপ তৈরী করার একটা আপশন আসবে সেটা সিলেক্ট করুন । এখান থেকে আপনারা ইচ্ছা করলে অনেক রকম এপ তৈরী করতে পারবেন।চ্যাটিং এপ,ভিডিও প্লেয়ার,মিউজিক,ওয়েব,কুইজ,মেসেজিং,ব্রাউজার ইত্যাদি।

এখানে সকর কোর্স আগে থেকে করা থাকবে।আপনার শুধু নিজের মতো করে কাস্টমাইজড করা লাগবে।নিজের এপের নাম কি দিবেন আইকন এসব নিজে থেকে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী।




ব্রাউজিং এপস তৈরী করার সময় বিভিন্ন সাইট এর লিংক,ওয়েব এপ তৈরী করলে ওয়েবসাইটের লিংক এবং কুইজ এপ তৈরী করলে সঠিক প্রশ্ন উত্তর নিজে থেকে লিখতে হবে। তারপর আপনার যখন এপ তৈরী করা হয়ে যাবে তখন আপনি এপসটা ডাউনলোড করতে পারবেন। এপসটা সুন্দর দেখার জন্য ইচ্ছামতো এডিট করে নিবেন তারপর Google admob থেকে এডসেন্স করে নিবেন।ব্যাস হয়েগেলো।তারপর এপসটা প্লে স্টোরে পাবলিশ করতে হবে বা না করলেও হবে সমস্যা নেই ।প্লে স্টোরে পাবলিশ করতে চাইলে কিছু টাকা ইনভেস্ট করতে হবে।সেখান থেকে ইউজার বাড়বে তেমনি ইনকামও বেশি হবে




অনলাইনে প্রচুর এপস আছে যেগুলা আপনাকে কাজ করিয়ে শেষে দেখা যায় আর পেমেন্ট দেয়না।তখন কেমনটা লাগে? জিবনে ১মিনিটেরও অনেক দাম আছে।কিন্তু আপনি ফালতু এপসে টাইম শেষ করে লাভ আছে? যে কিনা কাজ করিয়ে আবার টাকা দেয়না।

আজ আমি আপনাদের সাথে একটা সাইট শেয়ার করছি যেটা থেকে আপনি নিজে থেকেই একটা এপস বানিয়ে তারপর মনিটাইজেসন করে টাকা আয় করতে পারবেন ।তাও আবার কোনো কোর্স ছাড়া এবং খুব সহজেই। অন্যান্য এপসে আপনাকে কাজ করে তার পারিশ্রামিক দায় কিন্তু নিজেই এপস তৈরী করলে আপনাকে অতটা কাজ করাই লাগবেনা।আরামে বসে বসে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। এবং একটা কথা হলো যে আপনাকে অবশ্যয় ধৈর্যশীল হতে হবে নাহলে জিবনে কোনো উন্নতি করতে পারবেন না।ধৈর্য থাকলে ঠিকই একদিন সাকসেসফুল হবেন।





তো আজকে এ পর্যন্তই।আশা করি সবকিছু বুঝতে পেরে গেছেন। খোদা হাফেজ।







মন্তব্যসমূহ