মাঝ রাতে কুকুর ডাকে কেন ? | Why Dogs Cry at NIGHT?

 মাঝ রাতে কুকুর কেন ডাকে?


মাঝ রাতে কুকুর কেন ডাকাডাকি করে এই নিয়ে আমাদের সবার মনে প্রশ্ন আজকে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচোনা করব 


মাঝ রাতে কুকুর ডাকে কেন ? | Why Dogs Cry at NIGHT?


মাঝ রাতে কুকুর ডাকে কেন ? | Why Dogs Cry at NIGHT?


রাত্রি বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয় নিয়ে হাদিস এ এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত ,নবী করীম সা. বলেন " রাত্রি বেলা তুমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাও এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কারন এরা এমন কিছু দেখতে পায় যা তুমরা দেখতে পাও না রাতের বেলা তুমরা আল্লাহর নাম সরন করো ও দরজা জানালা বন্ধ রাখো ।


রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোআ “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাও; কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।”[ (আবূ দাঊদ ৪/৩২৭)


রাতের বেলা কুকুর ডাকার কিছু বিজ্ঞানিক মতামত :


বিজ্ঞান বলছে রাতে কুকুর কাঁদে না। এটা ওদের ডাক। রাতে এভাবে আওয়াজ করে দূরে থাকা তার সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়। কারণ কুকুর একা থাকতে পছন্দ করে না।


আবার, কুকুরের শ্রাব্যতা ৪৬০০০-৫০০০০ Hz. যেখানে মানুষের শ্রাব্যতা ২০-২০০০০ Hz. তাই কুকুর অনেক উচ্চ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে যা মানুষ পারে না। আর এমন অনেক শব্দ আছে প্রকৃতিতে, যা মানুষের শ্রাব্যসীমার বাইরে। সেসব শব্দের তীব্রতা কুকুর শুনতে পায় গভীর রাতে। কেননা, তখন অন্যান্য পরিবেশগত শব্দের প্রভাব কম থাকে।প্রাকৃত বা অতিপ্রাকৃত সেসব শব্দের তীব্রতা সহনক্ষমতার বেশি হলেও, কুকুর কান্না করে।


এই ছিলো রাতে কুকুরের ডাকা অথবা কান্না করার হাদিস থেকে এবং বিজ্ঞানিক কিছু মতামত।



মন্তব্যসমূহ