Web Money হলো একটি অনলাইন পেমেন্ট সিস্টেম।Web Money এর মাধ্যমে কোনো ভিসা বা মাস্টার কার্ড ছাড়াই বিভিন্ন দেশীয় ইকমার্স সাইট থেকে যেকোনো জিনিস কেনাকাটা করতে পারবেন। এখানো কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়াই আপনি একাউন্ট খুলেই পেমেন্ট করতে পারবেন।কিন্তু অনলিমিটেড ট্রানজেকশন এর জন্য আপনাকে একাউন্ট টি ভেরিফিকেশন করা লাগবে।
Web Money তে আপনাকে কোনো প্রকার ব্যাবসায়িক খরচ লাগবেনা। তো বেশি কথা না বাড়িয়ে আসুন কিভাবে Web Money একাউন্ট করবেন তা জেনে নিই
Web Money একাউন্ট কীভাবে পাসপোর্ট ভেরিফিকেশন করবেন। Web money account verify
_সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে গিয়ে Web Money লিখে সার্চ করুন। _একাউন্ট খুলতে গেলে প্রথমেই আপনার ফোন নাম্বারটি দিতে হবে। Country dialing code এ UK/United Kingdom এর জায়গায় Bangladesh সিলেক্ট করুন।সেখানে ০ এর পরের নাম্বারগুলো টাইপ করুন।
_এখন নিচে দেখুন নাম্বার ভেরিফিকেশন এর জন্য ৫ সংখ্যার একটি নাম্বার দেওয়া আছে কোডটি ঠিকমতো টাইপ করে Continue তে ক্লিক করুন।
_কিছু সময় এর মধ্যেই আপনার ফোনে ৫ সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে সেটা টাইপ করে Continue তে ক্লিক করুন।
_এবার Create a password এ আপনার একটি শক্তিশালি পাসওয়ার্ড ইউজ করুন। পাসওয়ার্ড অবশ্যয় মনে রাখবেন।
_এবার Retype password এ পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করুন।
তারপর I accept all the agreements এ মার্ক করে Continue বাটনে ক্লিক করুন। এবার মূল পেইজ আসবে সেখানে USD Transection করলে WMZ-equivalent of USD তে ক্লিক করুন।তারপর I accept all the agreements এ মার্ক দিয়ে Continue করুন। তাহলেই আপনার Web Money একাউন্ট ক্রিয়েট হয়েগেলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন