ইউটিউব চ্যানেল হ্যাক হলে কি করবেন।How to back your youtube channel

ইউটিউব চ্যানেল হ্যাক হলে কি করবেন?

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা?


আপনার কি শখের ইউটিউব চ্যানেল টি হ্যাক হয়ে গেছে? সমস্যা নাই আপনি আমার এই পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন ইনশাল্লাহ আপনি আপনার ইউটিউব চ্যানেল টা আশা করি ব্যাক পেয়ে যাবেন 

কিছুদিন ধরে দেখা যাচ্ছে প্রচুর ইউটিউব চ্যানেল হ্যাক এর শিকার হচ্ছে

ইউটিউব চ্যানেল হ্যাক হলে কি করবেন।How to back your youtube channel


যাদের ইতিপূর্বে হ্যাক হয়েছিল তাদের চ্যানেলও সম্প্রতি পুনরায় হ্যাক হয়েছে ।  কিন্তু যাদের এই প্রথমবার চ্যানেল হ্যাক হয়েছে তারা অনেকেই জানেন না চ্যানেল হ্যাক হয়ে গেলে করনীয় সম্পর্কে - চলুন জেনে নেয়া যাক


also read


    নিজে নিজে apps বানিয়ে টাকা ইনকাম করুন একদম ফ্রী তে ২০২২


     ইনকাম করার ৫টি বেস্ট ওয়েবসাইট.১০০% পেমেন্ট পাবেন। অনলাইন ইনকাম



আপনার টুইটারে অ্যাকাউন্ট থাকা জরুরি না থাকলে এখুনি প্রোফাইল খুলে নিন

>এরপর @TeamYouTube @YouTubeCreators @YouTube

নামে ইউটিউবের নীল মার্কড ভেরিফাইড তিনটা পেজকে ফলো করুন

>এরপর আপনার চ্যানেল যে হ্যাক হয়েছে এটা সম্পর্কে লিখে জরুরী সাহায্য চেয়ে উপরের তিনটা প্রোফাইলকে মেনশন করুন এবং পোস্ট করুন এসব পেজ থেকে ২৪-৪৮ ঘণ্টার ভেতর আপনাকে রিপ্লাই করা হবে সেখানে আপনাকে লিংক দিবে এবং সেই লিংকে একটা ফরম পাবেন 



ইউটিউব চ্যানেল হ্যাক হলে কি করবেন।How to back your youtube channel


> ইউটিউব থেকে চ্যানেল লিং, অ্যাডসেন্স পাবলিশার আইডি, হ্যাকের তারিখ, আপনার পাবলিশ করা সর্বশেষ ভিডিওর লিংক, যোগাযোগের মেইল, ইতিপূর্বে হ্যাক হয়েছে কিনা, এসব জানতে চাইবে আপনি সেগুলি সাবমিট করলেই আপনার মেইলের মাধ্যমে ইউটিউবের সাথে আপনার যোগাযোগ স্থাপিত হয়ে যাবে  

>তারপর ইউটিউব আপনার কাছে বিভিন্ন তথ্য চাইবে এবং আপনাকে সেই আলোকে তথ্য প্রদান করতে হবে এভাবে একজন এজেন্ট কানেক্ট হবে আপনার সাথে এবং চ্যানেল ফিরে আসা পর্যন্ত তাকে / দিন পর পর চ্যানেলের আপডেট জানতে চেয়ে নক করতে থাকুন এবং আপডেট জানতে থাকুন সর্বোচ্চ - সপ্তাহের ভেতর আপনার চ্যানেল ফিরে পাবেন ইনশাল্লাহ

এছাড়াও টুইটারে পোস্টের সাথে সাথে নিচের মেইলগুলিতেও যোগাযোগ করুন যেখান থেকে আগে রিপ্লাই পাবেন সেখানেই যোগাযোগ শুরু করে দিন

creator-support@youtube.com

yt-partner-support@google.com


আশা করি প্রতিটা বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন।  

মন্তব্যসমূহ