এ্যপস ডাউনলোড করে টাকা ইনকাম app download

 


আসসালামু আলাইকুম । আশা করি সবাই উপরওয়ালার কৃপায় ভালো আছেন।



আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম।আজ আমি আপনাদের কাছে এমন একটি এপস শেয়ার করব যেটা থেকে এপস থেকে কিছু এপস ডাউনলোড করতে বলবে সেগুলা ডাউনলোড করে দৈনিক টাকা ইনকাম করতে পারবেন।

এবং এখান থেকে সকলেই কাজ করে পেমেন্ট পেয়েছে।আপনারা হয়ত সবাই জানেন একটা এপস বানাতে কতটা ধৈর্য লাগে তারপর আবার সেটা প্লে স্টোরে পাবলিশ করতে প্রায় ২৫০০-৩০০০ টাকা মতো খরচ করতে হয়
 আজ আমি আপনাদের কাছে এমন একটি এপস শেয়ার করব যেটা থেকে এপস থেকে কিছু এপস ডাউনলোড করতে বলবে সেগুলা ডাউনলোড করে দৈনিক টাকা ইনকাম করতে পারবেন।
 




এবং সাথে সাথে বিকাশে পেমেন্ট নিতে পারবেন ।এখানে আপনি বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন।সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এখানে মাত্র ১০ টাকা হলেই ফ্লেক্সিলোডে পেমেন্ট নেয়া যায়।
হ্যা ভাই এই এপসটির নাম হচ্ছে Pocket money পকেট মানি এপস এর মধ্য থেকে বিভিন্ন ধরনের এপস রয়েছে যেগুলা ডাউনলোট করলে সহজে টাকা ইনকাম করতে পারবেন।এছাড়াও এই এপসে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।এবং রেফার এবং আর্ন এর মাধ্যমে অন্য ব্যাক্তিদের দ্বারা এই এপস ইনস্টল করালে প্রতিদিন ১৬০ টাকারও বেশি টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও সেখানে নানা ধরনের Survey থাকে সেগুলা সম্পূর্ন করে খুব সহজেই এই এপস থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আপনাদের একটা কথা জেনে রাখা দরকার যে অনলাইনে টাকা আয় করার এপস গুলো ব্যাবহার করে আপনারা হয়ত তেমন বেশি পরিমানে টাকা আয় করতে পারবেন না। আপনি যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততটুকু ইনকাম করতে পারবেন।

 কিছু কিছু এপস গুলোতে আপনারা যে পরিমানে সময় ব্যায় করে কাজ করবেন সেই অনুযায়ী ঠিক পরিমানে টাকা দেয়না।
কিন্তু এই ব্লগে আমি যে এপসটার ব্যাপারে বলছি সেটা পরিমান মতো টাকা পেমেন্ট করে থাকে । এবং সেই টাকা আপনি বিকাশ থেকে তুলতে পারবেন।



pocket money এপস বিশ্বস্ত এবং জনপ্রিয় একটি এপস। গুগলে এর রেটিং প্রায় ৪.২ । এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা task থাকে যেগুলা পুরোন করে rewards গুলো গ্রহণ করতে পারবেন।
*pocket money app এ বিভিন্ন ধরনের এপস রয়েছে যেগুলো ডাউনলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
*Tombola game খেলে টাকা ইনকাম করতে পারবেন।
*Refer and Earn এর মাধ্যমে অন্য ব্যাক্তিদের আপনার দেওয়া কোড বা লিংক থেকে রেফার করালে প্রতিদিন ১৬০ টাকার বেশি ইনকাম করতে পারবেন।
*নানা ধরনের Survey গুলো পুরোন করে টাকা ইনকাম করতে পারবেন।
*weekly content গুলোতে যোগ দিয়ে দারুন সব উপহার পাবেন


এই এপসটি আপনারা প্লে স্টোরেই পাবেন। ডাউনলোড করে ওপেন করুন তারপর সাইন আপ করতে তেমন বিশেষ কিছুর প্রয়োজন নেই। আপনি এ পর্যন্ত অন্যান্য এপ বা সাইট গুলোতে যেভাবে সাইন আপ করেছেন সেভাবেই সাইন আপ করুন। 
এবার আসা যাক কিভাবে এপসটিতে আপনি কাজ করে টাকা আয় করতে পারবেন।

প্রথমত,আপনি ১০টি স্পিন করার পর একটি ক্লেইম অপশন পাবেন। এই ক্লেইম বাটনে ক্লিক করলে আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে এপটি ডাউনলোড করতে হবে এবং যদি কোনো ওয়েব সাইটে নিয়ে যায় তাহলে সেই সাইটে আপনাকে ১ মিনিট এর মতো ওয়েট করা লাগবে।এতে আপনি 0.1 ডলায় আয় করতে পারবেন এবং প্রতি স্পিনে পাবেন ৫ পয়েন্ট।

দ্বিতীয়ত,ঠিক এভাবে ১০টি টাস্ক সল্ভ করে একটি ক্লেম অপশন পাবেন। এই ক্লেমে  আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে এপসটি ডাউনলোড করে 0.1 ডলার পাবেন। এবং ওয়েব সাইটে নিয়ে গেলে ওয়েব সাইটে নিয়ে গেলে ১ মিনিট ওয়েট করতে হবে । ভিডিও দেখার বিষয়টিও ঠিক এরকমই। এবং এখান থেকে আপনার ১০০০ পয়েন্টস হলে ডানদিকের কর্নারে ক্লিক করলে 0.05 ডলার আপনার পয়েন্টস কনভারট করতে পারবেন। এইভাবে আপনি কাজ করলে প্রতিদিন ১ ডলারের কাছাকাছি আয় করতে পারবেন।


বিদ্র: এখানে কাজ করলে অবশ্যয় একটি ভিপিএন কানেক্ট করতে হবে এবং ভিপিএনটি অবশ্যয় UK/US এ কানেক্ট করা লাগবে। এপসটিতে ঢুকে কিছু না বুঝতে পারলে How to work নামে একটা অপশন থাকবে ঐখানে ক্লিক করলে ভিডিও পাবেন সেখান থেকে ভালোভাবে বোঝাতে পারবেন





ধন্যবাদ পুরো ব্লগটা পড়ার জন্য।আশা করি সব কিছু বুঝতে পেরেছেন।তাহলে আর দেরী কীসের শুরু করে দিন আপনার অগ্রযাত্রা। ধৈর্য এবং বিশ্বাস রাখুন অবশ্যয় অনলাইন থেকে আর্নিং করে একদিন প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশায়াল্লাহ । দেখা হচ্ছে পরের ব্লগে। খোদা হাফেজ







মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন